শিরোনাম :

সুনামগঞ্জ জেলা প্রশাসনের র‍্যালী ও আলোচনা সভা



কে এম শহিদুল, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রুপান্তর হওয়ায়" সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যলায়ের থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে র‍্যালিটি এসে আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জোর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ এনামুল কবির ইমন, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫২টি স্টলে বিভিন্ন   সরকারি দপ্তরের উন্নয়ন তথ্য ও উপাত্ত পরিদর্শন দুইদিন ব্যাপী স্টল সমূহের প্রদর্শনীর উদ্বোধন করেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents