শিরোনাম :

জেলা প্রশাসনের সাথে হেফাজত ইসলামের মত বিনিময় সভা



সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা শহরকে সহিংসতা মুক্ত রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হেফাজত ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা শাখার হেফাজত ইসলামের নেতৃবৃন্দদের সাথে এক জরুরী মত বিনিময় সভার আহ্বান করা হয়।

জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার মো: মিজানুর রহমানের আহ্বানে সারাদিয়ে হেফাজত ইসলামের জেলা শাখার নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার রাতে উপস্থিত হন। মত বিনিময় সভায় সুনামগঞ্জ শহরকে সহিংসতা মুক্ত রাখতে প্রশাসনকে সাথে নিয়ে আগামী দিনে শান্তিপ্রিয় আন্দোলন করবেন বলে জানান হেফাজত ইসলামের নেতারা। এমনটি প্রশাসনকে আশ্বস্ত করেন হেফাজত ইসলামের নেতারা । এসময় প্রশাসনের কাছে জেলা শহরকে সহিংসতা মুক্ত রাখার জন্য সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। রবিবার দিন ব্যাপী  সুনামগঞ্জ শহরে শান্তিপ্রিয় আন্দোলন করার জন্য হেফাজত ইসলামের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।  

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents