শিরোনাম :

জগন্নাথপুরে ট্রান্সফরমারে পড়ে ছাগলের করুণ মৃত্যু: দেখার কেউ নাই!


স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার শিবগঞ্জ রোডস্থ ইয়াসিন অটো রাইসমিলের মালিক ওয়াহিদ খানের অটো রাইসমিলের ২য় তলার কার্ণিশের কাছ দিয়ে হেটে যাবার সময় পা পিছলে নিচে থাকা ট্রান্সফরমারে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক একটি ছাগলের করুণ মৃত্যু হয়েছে। ১লা মে রবিবার সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় ছাগলটি স্থানীয় একটি কলোনিতে ভাড়াটিয়া থাকা হতদরিদ্র আব্বাস উদ্দিনের স্ত্রী মিনা বেগমের। দূর্ঘটনার পরে মিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার এক আত্মিয়ের কাছ থেকে ছাগলটি বর্গা হিসেবে এনেছিলাম। অনেক কষ্টে লালন- পালন করে হৃষ্টপুষ্ট করেছি ঈদে বিক্রি করবো বলে।  আমার সেই আশা আর পূরণ হইলোনা। অন্যদিকে ছাগলটি এখন পর্যন্ত ট্রান্সফরমারের উপর থেকে সরানো হয়নি।

বিদ্যুৎস্পৃষ্ট হবার ভয়ে কেউ কাছেও যাচ্ছেনা। ছাগলটিকে ট্রান্সফরমারের উপর থেকে অপসারণ করতে স্থানীয়রা বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents