দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক কবির মিয়া (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) ২টার দিকে সুনামগঞ্জ থেকে আসা ডুবরি দল তার মরদেহ উদ্ধার করে। কবির মিয়া (৪০) উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী ওরফে মনু মিয়া'র ছেলে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কবির মিয়া বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে যান। তার সঙ্গে আরও অনেকেই গোসলে যান। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি কবির। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি
সংবাদ পেয়ে দিরাই ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করলেও নদীর গভীরতা বেশী হওয়ায় তারা ব্যর্থ হয়ে ফিরে যান। পরে শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে দীর্ঘ চেষ্টার পর ২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ইউপি সদস্য রুবেল মিয়া জানান কবির মিয়া (৪০) দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের পিতা তবে দীর্ঘ দিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Commentbox