শিরোনাম :

দিরাইয়ে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি: জেলা ছাত্রলীগ নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা



দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের দিরাই বাজারের সেন মার্কেটে দিন দুপুরে  এক স্কুল ছাত্রী কে শ্লীলতাহানি করেছে ছাত্রলীগ নেতা সোহেল মিয়া ও তার চাচাতো ভাই অভি মিয়া। বৃহস্পতিবার দুপুরে দিরাই থানা পয়েন্টস্থ সেন মার্কেটে  এ ঘটনাটি ঘটে। এসময় লাঞ্ছিত হওয়ার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেন সোহেল মিয়া(২৬)। অভি মিয়া (১৮) দিরাই  পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হকের ছেলে। এ ঘটনায়  দিরাই থানার দায়ের করা মামলা নং ০৬  তারিখ ৪-২০২১ ইং।  

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীরা পলাতক রয়েছে,তাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।   মামলা সূত্রে জানা যায় ,বৃহস্পতিবার দুপুরে সেন মার্কেটের একটি দোকানে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে শ্লীলতাহানি করে  সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল হকের ছেলে অভি মিয়া। 

এসময় আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়। খবর পেয়ে অভির চাচাতো ভাই  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সোহেল মিয়া সেখানে উপস্থিত হয়।সোহেল ওই ছাত্রীকে  ধমক দিয়ে বলে, এ ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়া হবে। ভয়ে ওই তরুণী সেন মার্কেট থেকে বের হয়ে গিয়ে তার পরিবারকে অবগত করে। পরে এ ঘটনায় ছাত্রলীগের নেতা সোহেল ও অভিকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর পিতা।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents