শিরোনাম :

বিয়ের অনুষ্ঠানেই হার্ট অ্যাটাকে কনের মৃত্যু: অতঃপর শালীকে বিয়ে



ডেস্ক রিপোর্টঃ

আর কিছুক্ষণ পরেই মালাবদল। একে অপরের জীবনসঙ্গী হতে বাকি কিছু মুহূর্ত। কিন্তু তা আর হলো না তাদের। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কনে। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন যুবক। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর দুই পরিবার বসে নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেয়। কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে পরিবার।
সূত্র মানবকন্ঠ

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents