শিরোনাম :

জগন্নাথপুরে বিউটির সংবাদ প্রকাশের পর সাংবাদিক আহমেদ হোসাইন ছানুকে দেখে নেয়ার হুমকী



স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে একটি বাড়িতে ভাড়াটি হিসেবে থাকা বিদেশ ফেরত বিউটির প্রতারনার পর্ব ১ প্রকাশের পর আজ রাত আটটায় ঢাকার রুপনগর আবাসিক মোড়ে বিউটি ও জামাল হোসেন  আহমেদ হোসাইন ছানু কে দেখে নেওয়ার হোমকি দিলেন। এবং আগ্রামীতে আর সংবাদ প্রকাশ না করার জন্য বিউটি বিনিতভাবে অনুরোধ করলে জামাল উত্তেজিত হয়ে দেখে নেয়ার হুমকী দিলেন।  এব্যাপারে সাংবাদিক আহমেদ হোসাইন ছানু জামালের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents