শিরোনাম :

জগন্নাথপুরে সড়কে ফাটল নিয়ে সাবেক ছাত্রলীগ নেতার স্ট্যাটাস- এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ



জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর বিশ্বনাথ রশিদপুর সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার আগেই সড়কে ফাটল দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটার্স দেন। এতে তিনি উল্লেখ করেন, সড়কের কাজ তদারকির দায়িত্বে থাকা  স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আমির হোসেন ঠিকাদারের সাথে আতাঁত করে সড়কে নিম্নমানের কাজ করেছেন ফলে সড়কটি কাজ শেষ হতে না হতেই ভেঙ্গে যায়। তিনি দুদকের মাধ্যমে তদন্ত করে  সড়কের কাজের দুর্নীতি ও দুর্নীতিবাজ কর্মকর্তা  আমির হোসেনদের আইনের আওতায় আনার দাবি জানান।পাঠকের সুবিধার্থে সাবেক ছাত্রনেতার স্ট্যাটার্স তুলে ধরা হলো- জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর অংশ সংস্কারে বিগতদিনে দুই/তিন কোটি টাকা বরাদ্দ হতো। এবার কাজের মান ভালো করতে মাননীয় পরিকল্পনা মন্ত্রী ২৫ কোটি টাকা বরাদ্দ দেন।কাজের তদারকির দায়িত্বে থাকা দুনীতিবাজ

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেনের কারণে সড়কটি উদ্বোধনের আগেই ভেঙ্গে গেল। যা আমাদেরকে বিব্রতকর ও লজ্জায় ফেলেছে। আমরা সড়কের কাজের দায়িত্বে থাকা  ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম, দুনীর্তি ও তদারকির দায়িত্বে থাকা আমির হোসেন সহ দুনীর্তি  দুদকের মাধ্যমে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে আমির হোসেন বলেন, আমরা যথাযথ ভাবে তদারকি করছি। সড়কের পাশে দেয়াল থাকায় পানি জমে সড়ক ভেঙেছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents