শিরোনাম :

জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে এতিম- প্রতিবন্ধী ও পথচারী শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ


গোবিন্দ দেব, জগন্নাথপুর

সুনামগঞ্জের  জগন্নাথপুর পৌর এলাকার  হবিবপুর গ্রামের  প্রবাসীদের অর্থায়নে গ্রামীন লিংক ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও প্রতিবন্ধী ও পথচারী দুই শতাদিক শিশুদের  মধ্যে ঈদ উপহার বিতরন করা হয়েছে। ৯ মে (রবিবার)  বিকাল চারটায়   পৌর সভার  হবিবপুর (শাহ পুর) গ্রামের  আওয়ামীলীগের  প্রবীন রাজনীতিবিদ  আওয়ামী লীগ নেতা  হেকিম উল্লার  বাড়িতে আয়োজন করা  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জগন্নাথপুর  পৌর সভার কাউন্সিলর ও প্যানেল মেয়র  সাফরুজ ইসলাম, বিশেষ অতিথি ছিলেন  জগন্নাথপুর উপজেলা ছাএলীগের   সভাপতি  কন্যান কান্তি রায় সানি,। গ্রামীন লিংক ফাউন্ডেশনের  সদস্য খায়ের আলী। উপজেলা ছাএলীগের সহ সভাপতি  তফজ্জুল হক সুমন। গ্রামীন লিংক ফাউন্ডেশনের  সদস্য খায়ের আলী বলেন, আমরা প্রতিবছর এতিম- প্রতিবন্ধী ও পথচারী,  শিশুদের  মধ্যে  ঈদ উপহার বিতরন করে থাকি।

যারা প্রবাস থেকে সহযোগিতা করেছেন।  গ্রামীন লিংক ফাউন্ডেশনের  চেয়ারম্যান  ফরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলীফ  মিয়া, উসমান রাকিব নেতৃত্বে প্রতি বছর  ঈদ উপহারের  আয়োজন  করা হয়।

ঈদ উপহারে রয়েছে  শার্ট, পেন্ট, জামা সেট। পরে এতিম ও, প্রতিবন্ধী  পথচারী,  শিশুদের নিয়ে ইফতার করেন পৌর সভার প্যানেল  মেয়র সহ এলাকার মুরুব্বিয়ান।






Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents