মুরাদ মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সুনামগঞ্জের তাহিরপুরে ভুমিহীন ৭৬টি পরিবার পেলেন নতুন ঘরের চাবি ও জমির দলিল।
রবিবার দেশের অন্যান্য জেলা উপজেলার ন্যায় ভুমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রী কতৃক নতুন ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমে উদ্ভোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন তাহিরপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে ভার্চয়ালী অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ-দৌলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী,উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর,উপজেলা সমবায় অফিসার নাজমুল হক, সহকারী প্রোগ্রামার মো. আফিজার রহমান, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, উকারভোগী পরিবারের সদস্য,গণমাধ্যমকর্মী, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ রবিবার মুজিববর্ষ উপলক্ষ্যে 'ক' শ্রেণির ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে তাহিরপুরে ৭৬টি ভুমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল , নতুন ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
সুনামগঞ্জ-২০.০৬.২১
Commentbox