মোঃ আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে উজ্জ্বল চৌধুরীর হত্যাকারী সব আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এলাকাবাসীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের তরুন সমাজকর্মী ও ক্রীড়া অঙ্গনের প্রিয় মুখ নিহত উজ্জল চৌধুরী স্মরণে ২৬ জুন শনিবার দুপুরে স্থানীয় মোহাম্মদ গঞ্জ বাজারে উজ্জল চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি ইউপি সদস্য আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন জসিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, দুলাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির মিয়া ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, উজ্জল চৌধুরী স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, তরুণ সমাজ সেবক রাফি উদ্দিন, পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তাদির প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিলাদ মিয়া।
Commentbox