শিরোনাম :

দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-১ আহত ১০ জনের অধিক



সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের  দক্ষিণ সুনামগঞ্জ সড়কে  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত ও দশজনের অধিক আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার সিলেট-দিরাই আঞ্চলিক সড়কের গাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। নিহত ব্যাক্তির নাম মোঃ সুজন মিয়া (১৭) সে গোবিন্দগঞ্জ উপজেলার মান্দাবাজ গ্রামের বাসিন্দা।  এ ঘটনায় ১০ জনের অধিক আহত হন। তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই ইয়াসিন মিয়া জানান, দিরাই থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। উদ্ধার কার্যক্রম চলছে।







Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents