শিরোনাম :

সামান্য বৃষ্টিতে জগন্নাথপুর পৌর শহরের বাজারে হাটু পানি জমে থাকে

 



জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি 

বৈশাখের শেষ আর জ্যৈষ্ঠর শুরু থেকে  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বিশাল এরিয়া নিয়ে পৌর সভার  ৭ নং ওয়ার্ডে। জগন্নাথপুর  বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির ফলে রাস্তা ঘাটে ও বাজারে হাটু  পানি হয়ে থাকে।। বাজার তদারকি কমিটির নির্বাচন ও পৌর নির্বাচন এলে সবাই ভোটের জন্য, বাজারের উন্নয়ন মুলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যান। নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি ভুলে যান।। জগন্নাথপুর  বাজারে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি রাস্তাঘাট কাদায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে এতে  ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
তবে অন্যান্য বছরের মতো এবার বৃষ্টি কম হওয়ায় নদীর পানিও অন্যান্য বছরের তুলনায় ধীরগতিতে বাড়ছে। গেল কয়েকবছর মে মাসের শুরু থেকেই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এবার তেমনটা হয়নি। পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর এর কর্মকর্তারা বলছেন, অন্যান্য বছরের মতো এবার টানা ভারী বৃষ্টি হচ্ছে না। আবার ভারতের মেঘালয়সহ সীমান্তে এলাকায় ভারী বৃষ্টি হয়নি। সেকারণে বছরের এই সময়ে এসেও নদীর পানি তুলনামূলক কম বেড়েছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে পানি কিছুটা বেড়েছে। কিন্তু এতে চিন্তার কোন কারণ নেই বলেও জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান জানান- অন্যান্য বছরের এই সময়টায় নদীতে যে পরিমাণ পানি থাকে এবার তার চেয়ে অনেক কম পানি রয়েছে। কিন্তুু সামান্য  বৃষ্টি হলে জগন্নাথপুর বাজারের কয়েকটি গলিতে পানি জমে থাকে। এমন কি পৌর এলায় বিভিন্ন রাস্তায় ও পানি জমে থাকে। সেখানে পানি নিষ্কাশনের  কোনো ব্যবস্থা নেই। তিনি আরও জানান, গত কিছুদিন ধরে ভারতের মেঘালয়  বৃষ্টি হচ্ছে।
জগন্নাথপুর বাজারের এক ব্যবসায়ী রাজন দাস বলেন বাজারের গলিতে পানি জমে থাকায় আমাদের ব্যবসা করতে অনেক সমস্যা হয়।
বাজার করতে আসা একজন ক্রেতা পেশায় (মহিলা শিক্ষক) তিনি জানান এই  বাজারে যারা দায়িত্বে রয়েছেন তারা সঠিক তদারকি করলে গলিতে এভাবে পানি জমে থাকতোনা।
বাজারের অন্য আরেক ব্যবসায়ী সুলেমান জানান- বাজার তদারকি কমিটির ও পৌর কাউন্সিলর নির্বাচনে সময় ভোট চেয়ে বলেন বাজারের উন্নয়ন মুলক কাজ করবেন। কিন্তু চেয়ারে বসার পর সব ভুলে যান।
জগন্নাথপুর বাজার তদারকি কমিটির  সেক্রেটারি জহির উদ্দিন বলেন- আমরা পানি নিষ্কাশনের জন্য পৌর সভায় বার বার তাগিদ দিচ্ছি । পৌর মেয়র ড্রেইন নির্মাণ  করে দিবেন বলেছেন।


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents