শিরোনাম :

ছাতকে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

 



সেলিম মাহবুব, ছাতকঃ 


ছাতকে জুম্মান আলী (১১) এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর হয়েছে। ৩য় শ্রেনীতে পড়ুয়া ওই শিশুটির আকষ্মিক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুম্মান আলী উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের কামরুল ইসলামের ছেলে। সোমবার সকালে শিশুটির লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, রোববার বিকেল ৪টায় লক্ষিবাউর গ্রামের কামরুল ইসলামের ছেলের জুম্মান আলীর সাথে একই এলাকার প্রতিবেশী নুর ইসলামের ছেলে নুর মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুম্মান আলীর টুকরো ইটের আঘাতে আহত হয় নুর মিয়া। আহত নুর মিয়া এ ঘটনায় জুম্মানের বাবা কামরুল ইসলামের কাছে নালিশ করলে তিনি নুর মিয়াকে সান্তনা দেন। রাত ৮টায় কামরুল ইসলাম বাড়ীর পাশে একটি রাইস মিল সংলগ্ন বাঁশের সাথে গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় জুম্মানকে পাওয়া যায়। পরে জুম্মানকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, মৃত শিশুটির শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। ##

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents