স্টাফ রিপোর্টার:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল সহ দুই চোরকে গত শনিবার রাতে আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের কুড়িকেয়ার গ্রামের চাঁদ মিয়া কামালীর ছেলে জাহিদ কামালী ও একই গ্রামের মৃত আমরু মিয়া কামালীর ছেলে খালিছ আহমদ কামালী। পুলিশ জানায়, গত ৮ জুন ফেঞ্চুগঞ্জ উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ের মাঠ কর্মী আহম্মেদ মিনহাজ খোকনের মোটর সাইকেল (যাহার নং মৌলভীবাজার -হ-১২-২০৪৩) চুরি হয়। এব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি রুজু করা হয়। শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেলটি বিক্রয়কালে মিরপুর বাজারে অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ তাদেরকে আটক করে। পরে ঐদিন রাতেই উদ্ধারকৃত মোটরসাইকেলসহ গ্রেফতারকৃতদের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রহমান জানান, মোটর সাইকেল সহ আটককৃত দুই ব্যক্তি মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
Commentbox