শিরোনাম :

তাহিরপুরে পানিতে পড়ে এক কন‍্যা শিশুর মৃত্যু



মুরাদ মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর  ইউনিয়নের  ৯নং ওয়ার্ডের মন্দিয়াতা গ্রামে পানিতে পড়ে হুমায়রা নামে তিন বছরের এক কন‍্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল ৩টার দিকে তার বাড়ির পিছনে নৌকায় উঠে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটি ডুবে যায়, অনেক খোজাখুজির পর থাকে উদ্ধার করা হয়। কন‍্যা শিশুটি তাহিরপুর  উপজেলার ৯নং ওয়ার্ড মন্দিয়াতা গ্রামের আলী জাহানের মেয়ে। স্থানীয় সূত্রে জানাযায় এক পর্যায়ে শিশুটি পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাকে অনেক খোজাখুজির পর উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর বাজার শিবলী ফার্মেসীতে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সাজিনুর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন পানিতে ডুবেই কন‍্যা শিশুটির মৃত্যু হয়েছে। 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents