নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জে ১১৯টি গাঁজার গাছসহ মাদক কারবারী আঞ্জব আলীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৭টায় উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামে তার নিজ আবাদি জমি থেকে এসব গাঁজার গাছ জব্দ করা হয়। আটক গাঁজা চাষি ও কারবারী আঞ্জব আলী ওই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য্য জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, আঞ্জব আলী তার মালিকানাধীন জমিতে গোপনে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার মালিকানাধীন জমি থেকে ছোট-বড় ১১৯টি গাঁজার গাছ পাওয়া যায়।
সুকোমল ভট্টাচার্য্য আরও জানান, এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, সবজি চাষের আড়ালে গোপনে গাঁজা চাষ করায় আঞ্জব আলী নামের এক ব্যক্তিকে গাঁজার গাছসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
Commentbox