শিরোনাম :

তাহিরপুরে পুলিশের পাশে বসে বিস্কুটের কার্টুনে ইয়াবা নিয়ে চা পান লাখ মিয়া নামে ১জন আটক

 



 সুনামগঞ্জে প্রতিনিধিঃ


বিস্কুটের কার্টুনে করে ইয়াবা নিয়ে চা পান করতে গিয়ে সুনামগঞ্জে লাখ মিয়া নামে এক পেশাদার মাদক কারবারি গ্রেফতার হয়েছে পুলিশের হাতে।

সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

তাহিরপুর সদরের মধ্যতাহিরপুরের একটি চা ষ্টল হতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

লাখ মিয়া পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার নয়ানগর গ্রামের নোয়াব আলীর ছেলে।

সোমবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, উপজেলার মধ্যতাহিরপুর একটি চা ষ্টলে থানার সন্নিকটেই টহলরত পুলিশের পাশে বসে চা পান করছিল লাখ মিয়া ও তার অপর  সহযোগি। ওই সময় তাদের হেফাজতে থাকা একটি বিস্কুটের কার্টুন দেখে সন্দেহ হলে পুলিশ জনসম্মুখে তা খোলার পর ১০৪ পিস ইয়াবা জব্দ করে। এরপর লাখ মিয়াকে আটক করলেও তার অপর সহযোগি তাহিরপুরের মানিকখিলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন কৌশলে পালিয়ে যায়। 

টহলরত থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে রবিবার রাতে লাখ মিয়ার নামোল্লেখ করে মোফাজ্জলকে পলাতক আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করেন। 

২৮.৬.২১

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents