সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসামীর জামিন পাওয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে আদালতের কাছে শর্তহীন ক্ষমা প্রার্থনা করেছেন পত্রিকাটির সম্পাদক পঙ্কজ দেসহ দুজন প্রতিবেদক। রবিবার সকালে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদারের আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাঁরা। আগামী ১২ জুলাই এ বিষয়ে আদেশের তারিখ ধার্য করেছেন আদালত। আদালতে উপস্থিত একাধিক আইনজীবী জানান, আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় সংশ্লিষ্টদের ভৎসনা করেন আদালত। আদালত সংশ্লিষ্ট সংবাদ যাচাইপূর্বক সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করতে উপদেশ দেন। উল্লেখ্য, ফেসবুক পোস্টের জেরে শাল্লার নোয়াগাঁওয়ে সংঘটিত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রধান আসামী যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনকে সম্প্রতি আদালত থেকে জামিন পান। এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ২২ জুন সংবাদ প্রকাশিত হয় দৈনিক সুনামগঞ্জের খবরে। জানা যায়, ওই সংবাদের প্রক্ষিতে পত্রিকাটির সম্পাদক, সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা ও দুজন প্রতিবেদককে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় আদালত থেকে। নির্দেশপ্রাপ্তরা হলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা স্বপন কুমার দেব এবং স্টাফ রিপোর্টার পুলক রাজ ও আসদ মনি। নোটিশ গ্রহীতা স্বপন কুমার দেব যুক্তরাষ্ট্রে অবস্থান করায় আদালতে হাজির ছিলেন না। নোটিশে বলা হয়, মঙ্গলবার (২২জুন) প্রকাশিত ওই সংবাদে শহিদুল ইসলাম স্বাধীনের জামিন সংক্রান্ত বিষয়ে অসত্য, মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূল তথ্য উপস্থাপন করে জনমনে অসন্তোষ এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে সুনামগঞ্জের খবর। যে কারণে তিন কার্যদিবসের মধ্যে পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্টদের আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়।
Commentbox