বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের তবরিছ আলী বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গরুর মালিক বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গরুর মালিক তবরিছ আলী বলেন, গোয়াল ঘরের তালা ভেঙ্গে চুরেরা গরু চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া চারটি গরুর মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হবে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, গুরুত্বসহকারে বিষয়টি দেখছি।
Commentbox