মুহিবুর রহমান, দিরাই
সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) বালক ও বালিকা দলের জেলা পর্যায়ের ফাইনালে জয় নিয়ে ঘরে ফিরতে পারলো না দিরাই উপজেলার মেয়েরা। প্রতিপক্ষ তাহিরপুর উপজেলার কাছে টাইব্রেকারে ২-১ গােল ব্যবধানে হেরেছে তারা। তবে মেয়েরা হারলেও, জিতেছে দিরাই উপজেলার ছেলেরা। সুনামগঞ্জ সদর বালক দলকে টাইব্রেকারে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। মঙ্গলবার (৮ জুন) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজন কুমার সিংহের সভাপতিত্বে ও শহীদুল হকের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির, , সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, প্রমুখ। পরে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Commentbox