শিরোনাম :

দোয়ারাবাজারে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

 

দেয়ারাবাজার প্রতিনিধিঃ


সুনামগঞ্জের দোয়ারাবাজারে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। তিনি উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত একিন আলীর ছেলে কাসেম আলী কাছু (৫৫)। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

উল্লেখ্য, শনিবার (১২ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের কালা মিয়ার স-মিলের সম্মুখস্থ স্থানীয় চিলাই নদী হতে ওই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করে থাকে পুলিশ। এর আগে লাশটি বাংলাবাজার ইউনিয়নের বাগমারা বাজার সংলগ্ন নদীর উজানে দেখতে পায় স্থানীয়রা।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশটি আজকের বলেই ধারণা করা হচ্ছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents