শিরোনাম :

দোয়ারাবাজারে নদী থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার



ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার  চিলাই নদী হতে একটি অঙ্গাত ব্যাক্তির লাশ উদ্ধার করেন দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আজ ১২/০৬/২০২১ শনিবার   অনুমান ২:৫০ মিনিটের সময়  দোয়ারাবাজার থানাধীন ০৯নং সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামে জনৈক কালা মিয়ার সো -মিলের সামনে চিলাই নদীর পানিতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৫৫ বছর এর মৃতদেহ পাওয়া গিয়াছে। মৃতদেহটি প্রথমে বাংলাবাজার এলাকার বাঘমারা বাজারে নদীতে ভাসমান অবস্থায় দেখা গিয়াছে বলে জানা যায়। এব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর অঙ্গাত নামা লাশটির বিষয় নিশ্চিত করে জানান, আমরা লাশটির খবর পেয়ে  ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করি এবং  সুনামগঞ্জ মর্গে প্রেরন করার প্রস্তুতি চলতেছে। লাশের ব্যাপারে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং মৃতদেহের সঠিক পরিচয় পেলে  তার আত্মীয়স্বজনের কাছে পৌছে দেওয়া হবে ।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents