শিরোনাম :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে মুক্তিপণ আদায়কারী চক্রের ২ সদস্য আটক

 



মাইনুল হক সুনামগঞ্জঃ

২৮ জুন ২০২১ সোমবার অনুমান বিকাল ৪ টার দিকে যশোর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করা চক্রের ২ সদস্যকে আটক করেছে। যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। এ সময় অপহৃত কীটনাশক ব্যবসায়ী দিপু কাজী (২৮)। যশোর শেখহাটি বিশ্বাসপাড়া জুয়েলের বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা উদ্ধার করে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার জগনাথপুর গ্রামে মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ হাসানুর রহমান (২৮) ও যশোর শেখহাটি নিউ মার্কেট ই ব্লক ৭নং ওয়ার্ডের শেখ শুকুর মাহমুদের ছেলে মোঃ ইমরান হোসেন (২৪)।

জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের সদস্যরা এ সময় অপহরণকারীদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, নগদ ২৫ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি এবং ১০০ টাকার ৬ টি খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর সই জব্দ করেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস, আমাদের এ প্রতিনিধিকে জানান, যশোর জেলার চৌগাছা থানার বাজার থেকে কীটনাশক ব্যবসায়ী দিপু কাজী ২৭ ই জুন অপহৃত হন। এরপর অপহৃতের ছোট ভাই মিঠু কাজী পরের দিন যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে মৌখিক ভাবে অবহিত করেন একপর্যায়ে ২৮ জুন সোমবার বিকেলে অপহরণকারীরা মোঃ মিঠু কাজীর ফোনে ফোন দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীরা হুমকি দেন যশোর নিউ মর্কেট এলাকায় সোমবার বিকালের মধ্যে ২ লাখ টাকা নিয়ে আসতে হবে, না হলে দিপু কাজীকে হত্যা করা হবে বলে ভয়-ভীতি দেন। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী টাকা নিয়ে মিঠু কাজী যশোর নিউ মার্কেট এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অপহরণকারী চক্রের ১ জন সদস্যকে হাতেনাতে আটক করেন। আটককৃতের দেয়া তথ্যমত পরে অপহৃত দিপু কাজীকে শেখহাটি এলাকার ১ টি ঘরের ভেতর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল যোগে শেখহাটি এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় আরো ১ জন অপহরণকারীকে আটক করেন। ২৯ জুন মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents