শিরোনাম :

শোক সংবাদ

 


নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারাজানা শিলার বাবা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমনের শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী দেবীদ্বার ইউছুফ পুর বড়বাড়ি'র কৃতিসন্তান ( বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত) হাজী এম এ কাসেম (৭৬)সাহেব হৃদরোগ ও অন্যান্য সমস্যাজনীত কারণে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ ১৭ জুন বিকাল  ৪.০০ টায় ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেনো মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে রেখে যান 


মরহুমের ১ম জানাজা আজ বাদ এশা ওয়ারী জামে মসজিদে ও ২য় জানাজা আগামীকাল বাদ জুমা তার গ্রামে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফ পুরে অনুষ্ঠিত হবে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents