শিরোনাম :

দিরাইয়ে ভাটিপাড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজ চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা



দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বিশিষ্ট সংগঠক এবং সমাজসেবক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ'র সমর্থনে আজ সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালেকের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন আব্দুল ফাতির চৌধুরী, রায়েছ উদ্দিন,ওয়াকিবুর রহমান চৌধুরী,ভাটিপাড়া শাপলা সংঘের সভাপতি শরীফুর রহমান,এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি আবু তাহের চৌধুরী,ওয়ারিছ উদ্দিন, সয়ফুল মিয়া,সফাতনুর মিয়া, মোজাহিদ চৌধুরী, সুহেদ চৌধুরী, রাছিন চৌধুরী,জাবিদ আলী,নেক চৌধুরী,জসিম আহমেদ,দিল নুর মিয়া,রুহেল আহমেদ, আব্দুল কুদ্দুছ,আরশ আলী,ফুছেন মিয়া,সৈয়দ সুহুল আমিন,শফিউর রহমান পিন্টু,মীরবস আলী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। 

মতবিনিময় সভায় উপস্থিত ব্যাক্তিবর্গ বলেন ভাটিপাড়া ইউনিয়ন কে একটি সুখি এবং মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তরিত করতে মাহমুদুল হাসান চৌধুরী সিরাজের মত একজন তৃণমূল হতে বেড়ে উঠা নেতৃত্বের খুব বেশি প্রয়োজন।যদি বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজ চৌধুরী কে মনোনয়ন দেন তবে তার বিজয় সুনিশ্চিত।পরিশেষে হাফেজ শিবলু চৌধুরীর দোয়ার মধ্যে দিয়ে সভা শেষ হয়।।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents