শিরোনাম :

ধর্মপাশায় হিন্দু পরিষদের সভাপতি উদয় ও সাধারণ সম্পাদক গৌতম



স্টাফ রিপোর্ট 

বাংলাদেশ হিন্দু পরিষদের সুনামগঞ্জ জেলায় ধর্মপাশা উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে।১৭/১১/২০২১ইং তারিখে বাংলাদেশ হিন্দু পরিষদের সাক্ষরিত প্যাডে সমরজিৎ রায়(উদয়)কে সভাপতি ও জয়শ্রী গ্রামের কৃতিসন্তান ডাঃপার্থ চন্দ্র সরকার (গৌতম) কে'সাধারণ সম্পাদক নাম উল্লেখ করে ১১১সদস্যের কমিটি ঘোষনা করেন সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ।নবাগত কমিটির সাধারণ সম্পাদক ডাঃগৌতম চন্দ্র সরকার বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদাই সচেষ্ট। এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের সবধরনের কার্য্যক্রমে  সর্বোচ্চ ভাবে নিজেকে সমর্পিত কবর এটাই আমাদের প্রতিশ্রুতি।এবং এলাকার ধর্মপ্রাণ সকলের প্রতি সাহায্য সহযোগিতা কামনা করছি।  সেই সাথে বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ তথা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দীর্ঘায়ু কামনার সাথে রইলো অফুরন্ত কৃতজ্ঞতা পুর্ণ শ্রদ্ধা।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents