শিরোনাম :

ধর্মপাশায় ৪ শতাধিক ইয়াবা সহ আটক ২



নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় বিশেষ অভিযানে সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামের তৌহিদুজ্জামান তালুকদার @মিল্টন (৪৫), পিতা- মোঃ হেকিম তালুকদার, সাং- মির্জাপুর, ২নং সেলবরষ ইউ/পি, থানা-ধর্মপাশা,  সুনামগন্জ এবং তাহার সহযোগী মাসুম মিয়া (২৫), পিতা-সাফিকুল ইসলামদ্বয়কে ৪৬৯ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের ব্যাবহৃত ২টি ফুয়েল পেপার রোলসহ মিল্টনের নতুন আস্থানা মির্জাপুরস্থ জনৈক প্রতিবন্ধি আবুর বাড়ি হইতে গ্রফতার করা হয়। মিল্টনের বিরুদ্ধে নেত্রকোনা জেলায় ৭ টি ও ধর্মপাশা থানায় ৪ টি, মোট ১১ টি মাদক মামলা আদালতে  বিচারাধীনসহ ধর্মপাশা থানায় ২ টি জি আর ওয়ারেন্ট মূলতবী আছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents