শিরোনাম :

দোয়ারাবাজারে কৃষক নজির হোসেন হত্যা ঘটনায় মামলা দায়ের: গ্রেপ্তার ৩



এনামুল কবির মুন্না, দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় ১৮জনের নাম উল্লেখসহ গং১০/১৫ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে দোয়ারাবাজার থানায়। নিহতের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।


সোমবার (১৩ ডিসেম্বর ) বিকালে দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মান্নারগাওঁ শেখপাড়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের পুত্র মদরিছ মিয়া (৫২) ও মখাব্বির হোসেন (৪৫), ও মান্নারগাওঁ গ্রামের মদরিছ আলীর পুত্র হৃদয় মিয়া (১৭) কে গ্রেপ্তার করে পুলিশ। 

উল্লেখ্য গত রোববার বিকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার একটি গরু পার্শ্ববর্তী জালালপুর গ্রামের কৃষক নজির হোসেনের খেতের পাকা ধান খায়। এ সময় নজির হোসেন গরুটিকে তাড়িয়ে দিলে ক্ষিপ্ত হন মদরিছ মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন ওই দুই গ্রামবাসী। ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুরুতর আহত হন কৃষক নজির হোসেনসহ উভয়পক্ষের ১১ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নজির হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এ ঘটনায় নিহতের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে সোমবার ১৮ জনের নাম উল্লেখসহ গং ১০/১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন দোয়ারাবাজার থানায়। হত্যা মামলার এজাহারনামীয় আসামি ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents