শিরোনাম :

জগন্নাথপুরের মজিদপুরে অজ্ঞাত এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার


জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩০ বছরের কাছাকাছি  বয়সের এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে জগন্নাথপুর টু পাগলা মেইন রোডের পাশে নির্জন বেত ঝোপ থেকে মুখে মাস্ক, শরীরে কালো বোরকা ও সাদা পাজামা পরিহিত এক মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।


খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠাতে থানায় নিয়ে আসেন । ঘটনার সত্যতা নিশ্চিত  জগন্নাথপুর থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- আনুমানিক ৩০ বছরের কাছাকাছি এই মহিলার শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন রয়েছে এবং লাশের বাঁ চোখ নেই। লাশে পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents