স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা ১১০নং রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে
সুর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন ছাত্র /ছাত্রী ও শিক্ষকবৃন্দের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বিজয় র্যালি, আলোচনা সভা,কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১মপর্বে ছিলো - পতাকা উত্তোলন, বিজয় র্যালি ও কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।
২য় পর্বে ছিলো - আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,মো.আনোয়ারুল হক, পরিচালনায় ছিলেন মো.মুনায়ুম কবীর সহকারী শিক্ষক । বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা নাসরিন , রওশন আরা বেগম,শ্রিমতী সীমা রানী,মো.মুনায়ুম কবীর, ও প্রধান শিক্ষক , আনোয়ারুল হক। ১১০ নং রমাপতিপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ের উদ্যোগে।
Commentbox