বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন বছরের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জগনাথপুর থানা পুলিশ। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের ছুরাব আলীর ছেলে নজরুল হক (২৪) মামলা নং জিয়ার ১৩৯/১৭ ইং এর তিন বছরের পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্র জানায় এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে , এএসআই সোহেল মিয়া, এসআই ফখর উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তিন বছরের পলাতক আসামী নজরুল হক কে এরালিয়া রাস্তার মুখ থেকে আজ রাত ৮ ঘটিকার সময় গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।
উল্লেখ্য গত ১-৯-১৭ ইং তারিখে সাচায়ানী গ্রামের আরমছ আলীর ছেলে মোঃ জামিল হক বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করে, যাহার মামলা নং জিয়ার ১৩৯/১৭ মামলা দায়েরের পর থেকে নজরুল সহ আরো কয়েক জন পলাতক রয়েছে।
Commentbox