শিরোনাম :

জগন্নাথপুরে তিন বছরের পলাতক আসামি গ্রেপ্তার



বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন বছরের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জগনাথপুর থানা পুলিশ। জগন্নাথপুর  উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের ছুরাব আলীর ছেলে নজরুল হক (২৪) মামলা নং জিয়ার ১৩৯/১৭ ইং এর তিন বছরের পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্র  জানায়  এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে , এএসআই সোহেল মিয়া, এসআই ফখর উদ্দিন  ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তিন বছরের পলাতক আসামী নজরুল হক কে এরালিয়া রাস্তার মুখ থেকে আজ রাত ৮ ঘটিকার সময় গ্রেফতার করে থানায় নিয়ে আসে । 

উল্লেখ্য গত ১-৯-১৭ ইং তারিখে সাচায়ানী গ্রামের আরমছ আলীর ছেলে মোঃ জামিল হক বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করে, যাহার মামলা নং জিয়ার ১৩৯/১৭ মামলা দায়েরের পর থেকে নজরুল সহ আরো কয়েক জন পলাতক রয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents