শিরোনাম :

বালাগঞ্জের বোয়ালজুর-মনোহরপুর সড়ক নির্মাণে ব্যবহার হচ্ছে নিন্মমানের নির্মাণ সামগ্রী



বালাগঞ্জ সিলেট প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর-মনোহরপুর সড়কে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।  সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণ কাজে সাববেইচ, মেকাডম (ডাব্লিউ বিএম) দিয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে প্রতিবেদক সরেজমিনে গিয়ে এর সত্যতা পান।


স্থানীয়রা জানান, একাজে যে ইট ব্যবহার করা হয়েছে এর চেয়ে এঁটেল মাটি ভালো। সংশ্লিষ্ট  সূত্রে জানা যায়, সিলেট-০৩ আসনের সাংসদের IRIDP-3 প্রকল্পের আওতায় এরাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি টেন্ডারের মাধ্যমে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘পাপিয়া এন্ডার প্রাইজ, সিলেট’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তায় ৩৫ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে এসড়কটি নির্মাণ করছে। 

নিন্মমানের নির্মাণ সামগ্রীর সত্যতা স্বীকার করে পাপিয়া এন্ডার প্রাইজ স্বত্বাধিকারী পাপিয়া বেগম জানান, তিন কার্যদিবসের মধ্যেই মালামাল অপসারণ করবেন।

এব্যাপারে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোস্তাকীম শরীফ সাঈদ (অঃদাঃ) জানান, সরেজমিন সত্যতা পেয়ে ঠিকাদারি প্রতিষ্টান কে মালামাল অপসারণের জন্য বলা হয়েছে। অন্যতায় চুক্তি বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। 

এব্যাপারে সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবির জানান, নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বিষয়টি অবগত রয়েছেন। ঠিকাদারি প্রতিষ্টান অপসারণ না করলে চুক্তি বাতিল করা হবে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents