শিরোনাম :

জগন্নাথপুরে ট্রলির নিচে চাপা পড়ে এক কিশোরের মৃত্যু!




স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলির নিচে চাপা পড়ে ১২ বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে।  তার নাম মোজাম্মেল হক। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মসাহিদ মিয়া,  স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল ৯.১৫ মিনিটে নিহত কিশোর চা খেয়ে বাড়ি থেকে বের হয়। পথে  একটি ট্রলি হাওর থেকে মাটি নিয়ে আসার পথে ঐ কিশোর ট্রলিতে উঠার চেষ্টা করলে ট্রলির নিচে চাপা পড়ে এই দূর্ঘটনা ঘটে। আরো জানা যায় ট্রলির ড্রাইভার ঐ কিশোরের আপন খালাতো ভাই। এঘটনায় নিহত কিশোরের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। 



Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents