শিরোনাম :

শৈলকুপায় বেসরকারি হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু



শেখ শোভন আহমেদ,ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকুপায় খন্দকার ক্লিনিকে ১৬-০৪-২০২২ শনিবার সকালে বৃষ্টি খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যু ঘটেছে। নবজাতক শিশু ক্লিনিকে রেখে জোরপূর্বক মৃত মাকে গাড়িতে তুলে দিয়েই পলাতক ক্লিনিকের মালিক, ম্যানেজার ও সকল কর্মীরা। চিকিৎসায় ত্রুটি ও অভিজ্ঞ জনবল না থাকার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে বলে পরিবার স্বজনদের অভিযোগ ।তবে সিজারে

থাকা ডাক্তার কনক হোসাইন বলেছেন ,হঠাৎ খিঁচুনি জনিত কারণে সন্তান  জন্মের ১৮  ঘন্টা পর প্রসূতির মৃত্যু ঘটে। গতকাল বিকাল চারটার দিকে ক্লিনিকটিতে সিজার অপারেশন করা হয়েছিল। 

এ ঘটনার পরে মানুষের মাঝে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয় পরে পুলিশ এসে ক্লিনিকটিতে তাদের নিয়ন্ত্রণে আনে । এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে একজন রোগীর স্বজন আমাদের বলেন,আমরা এখানে দুইদিন এসেছি সিজারের জন্য কিন্তু এই ক্লিনিকের পরিবেশ ও এখানকার দেখভাল কারীরা কেউ ভালো না এখানে রোগীর জন্য নিম্নমানের ওষুধ দেওয়া হয়। 

প্রসূতি মায়ের মৃত্যু হওয়ার পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দেইনি প্রসূতি মায়ের স্বজনেরা ।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents