শিরোনাম :

দারুল কিরাত বালিকান্দি কেন্দ্রের সমাপনী সম্পন্ন



স্টাফ রিপোর্টার

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত বালিকান্দি হাফিয়া দাখিল মাদরাসা শাখার সমাপনী অনুষ্ঠান আজ ২৬ রামাদান বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।  শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ রমজান আলী। নাতে রাসুল পরিবেশন করেন মোছাঃ রুবেনা বেগম।  স্বাগত বক্তব্য রাখেন অত্র কেন্দ্রের প্রধান কারী মাওঃ নূর আহমদ। মাওঃ কবির হোসেন এর পরিচালনায় সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ শামীম আহমদ  মাওঃ জমির আহমদ মাওঃ জালাল উদ্দীন মাওঃ আনোয়ার হোসাইন  মোঃ মাসুদ আহমদ মোঃ সোহাগ মিয়া প্রমুখ। পরিশেষে মাওঃ জমির আহমদ এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents