শিরোনাম :

সুনামগঞ্জে ৫১ সদস্য বিশিষ্ঠ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি পরিচালনা কমিটি ঘোষনা



সুনামগঞ্জ প্রতিনিধি

সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গবাড়ি পরিচালনা কমিটির উদ্যোগে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দূর্গবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গবাড়ি পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী ভানুর সভাপতিত্বে ও কমিটির সাধারন সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন বিগত ছয়বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং সবার সর্বসম্মতিক্রমে তা পাশ করা হয়। 

এদিকে সভার সভাপতি দূর্গাবাড়ি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন। গঠনতন্ত্র নিয়ে বিস্তর আলোচনার পর কিছু সংশোধন ও সংযোজনের জন্য প্রফেসর পরিমল কান্তি দে,এড.পরিতোষ চন্দ্র রায়,এড. স্বপন কুমার দাস রায়,বিকাশ রঞ্জন চৌধুরী,সুখেন্দু সেন হারু,এড. বিমান কান্তি রায় ও সুবিমল চক্রবর্তী চন্দনকে নিয়ে সাত(৭ )সদস্য বিশিষ্ঠ গঠন করা হয়। কমিটি গঠনের পর পরিচালনা কমিটির সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে প্রফেসর পরিমল কান্তি দে কে অন্তবর্তীকালীন সভাপতি এবং এড. বিমান কান্তি রায়কে সঞ্চালনার দায়িত্ব অর্পণ করেন। পরবর্তীতে উপস্থিত সবার সর্ব সম্মতিক্রমে বিগত সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গবাড়ি পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী ভানুকে সভাপতি এবং সুবিমল চক্রবর্তী চন্দনকে সাধারন সম্পাদক ও রাজীব সরকারকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জে সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি পরিচালনা নতুন কমিটি গঠন করা হয়। ##


কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

২৯.০৪.২০২২


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents