শিরোনাম :

ট্রলারঘাটে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার!



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদর বাজারের দক্ষিণ পার্শ্বে  ঠাকুরাকোনা ট্রলারঘাটে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মৃত লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।উদ্ধারকৃত লাশের আনুমানিক বয়স ৩০ বছর।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক প্রতিনিধিকে তথ্য নিশ্চিতের মাধ্যমে জানান ১৬ই মে সোমবার সকাল ৯টার সময় স্থানীয় লোকজন আমাদের অবগত করলে সঙ্গে সঙ্গেই ঐঘাটে  স্রোতবান পানি থেকে মৃত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।খোজ নিয়ে জানতে পারি ঐ নারী বাক ও মানসিক প্রতিবন্ধী এবং অসুস্থ  ছিল।গতাকাল   রাতে ভারসাম্যহীন নারীকে অসুস্থ্য অবস্থায় অনেকেই দেখেছেন।তবে তার কোন পরিচয় মিলে নি।মৃত লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents