শিরোনাম :

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করলো জগদীশ পুর ঐক্য কল্যান পরিষদ



রিপোর্ট, মাসুদ আহমেদ তালুকদারঃ 


সুনামগঞ্জের জগন্নাথপুরে তাসরিফ স্কোয়াডের অর্থায়নে, সেইভ সিলেটের সেচ্চা সেবক তানভীর আহমদ খোকন ও মির্জা হোসাইনের তত্বাবধানে জগদীশ পুর ঐক্য কল্যান পরিষদের সহযোগিতায় বন্যায় ক্ষতি গ্রস্ত ৪০০ পরিবারকে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।        

গতকাল রবিবার সকাল থেকে শুরু করে কলকলিয়া ইউনিয়নের জগদীশ পুর, ভেটু খালী, নোয়া পাড়া,কাদি পুর এলাকায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঔষধ বিতরন করা হয়।     খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত  ছিলেন, এমদাদুর রহমান, তানভীর আহমদ খোকন, মির্জা হোসাইন, শাহরিয়ার কবির শাহী,নাজমুস সাকিব, মুন্না, লাবিব,তায়েফ সহ আরো অনেকে। জানা যায়, এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগিতা করে গেছেন,ভবিষ্যতে ও তাদের এই মহতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents