শিরোনাম :

জগন্নাথপুরে সহকারী শিক্ষকের নামে ফেসবুকে অপপ্রচার- থানায় জিডি



স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কল কলিয়া ইউনিয়নের ১৫৫ নং শ্রীধরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহীদুর রহমানের নামে ফেসবুকে "শেষ পৃষ্ঠার লেখক" নামে একটি আইডি থেকে কে-বা কারা অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। গত ০৬/০৮/২২ ইং তারিখে ফেসবুকের এই ফেক আইডি বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন একটি ষড়যন্ত্রকারী কুচক্রী মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে। এদের কথায় কেউ বিভ্রান্ত হবেননা। ফেসবুকের এই অপপ্রচারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি তিনি  আহবান জানান। 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents