শিরোনাম :

সুরমা ইউনিয়নে স্কুলের মাঠ ভরাট কাজের উদ্বোধন



দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাট প্রকল্পের কাজ(USAId) এর অর্থায়নে, ঢাকা আহসানিয়া মিশন কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় (সৌহার্দ্য ৩) D,R R এর মাধ্যমে বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হয়। 


শনিবার(১৮ মার্চ) সকালে মাঠ ভরাটের কাজ উদ্বোধন করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।


এসময় উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার ইয়াসীন বকাউল, মনিটরিং অফিসার তাসলিমা সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর দেবল তালুকদার, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন মিস্টার বিরেন্দ্র সূত্রধর,স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ,পিআইসি সেক্রেটারি এম এ মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents