শিরোনাম :

নওগাঁ সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত



মোসফিকা আক্তার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ


 " নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী " এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস  উপলক্ষে এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।


বুধবার  (১৫ মার্চ) বেলা ১১:০০ টায়   উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা পরিষদ  হলরুমে  বিশ্ব  ভোক্ত অধিকার  দিবস  ২০২৩ ইং উপলক্ষে  আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন,


উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তিথী হি‌সে‌বে ভার্চুয়ালী সংযুক্ত ছি‌লেন নওগাঁ জেলা আওয়ামী লী‌গের সংগ্রামী সাধারন সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় খাদ‌্যমন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম‌পি।


এ সময় উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল, উপ‌জেলা মৎস অ‌ফিসার রো‌জিনা পার‌ভিন, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার তৃ‌ষিত কুমার সহ উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা ও কমর্চারী এবং প্রিন্ট ও ই‌লে‌ক্ট্রিক মি‌ডিয়ার সাংবা‌দিকগন উপ‌স্হিত ছি‌লেন।


বক্তারা, ভোক্তাদের ন্যায্যতা অধিকার আদায়ের লক্ষ্যে সজাগ থাকার আহ্বান জানান।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents