নিজস্ব প্রতিবেদক::
ইজিবাইক,অটোরিক্সা. মিশুক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জগন্নাথপুরে এক সভা এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৯ আগস্ট) বিকেলে জগন্নাথপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইজিবাইক, অটোরিক্সা. মিশুক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ শফিক মিয়ার সভাপতিত্বে ও ভবের বাজার ইজি বাইকে কমিটির সভাপতি মোঃ জিলু মিয়া,সাধারন সম্পাদক মোঃ লিটন মিয়া ও পৌর কিমিটির সভাপতি মোঃ গুলজার মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- মীরপুর ইজিবাইক কমিটির সভাপতি মোঃ আনর আলী, হাসপাতাল পয়েন্ট ইজি বাইক কমিটির সভাপতি মোঃ সিরিজ আলী, রসুলগঞ্জ ইজিবাইক কমিটির সভাপতি কয়েছ নুর।এসময় উপস্থিত ছিলেন- রসুলগঞ্জ ইজিবাইক কমিটির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ভবের বাজার ইজি বাইকে কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন আহমেদ লিটন, সৈয়দপুর শাহার পাড়া ইজি বাইক কমিটির সম্পাদক মোঃ সইদুল ইসলাম, সদস্য ছালিক মিয়া, মোঃ সেলিম আহমদ, মীরপুর ইউনিয়ন ইজিবাইক কমিটির সাধারন সম্পাদক মীরাজ খাঁন,রসলগঞ্জ ইজিবাইক কমিটির সভাপতি মোঃ গফুর মিয়া, সাধারন সম্পাদক মোঃ সোনাহর আলি, নয়াবন্দর ইজিবাইক কমিটির সভাপতি, বিলাল মিয়া, সাধারন সম্পাদক মোঃ শামীম আহমেদরাণীগঞ্জ ইউনিয়ন ইজিবাইক কমিটির সভাপতি কামাল উদ্দিন, মোঃ তুরন মিয়া, নানু দেব,মোঃ বাবুল মিয়া, মোঃ সেলন মিয়া।
সভায় সর্বসম্মতিতেক্রমে ইজিবাইক,অটোরিক্সা. মিশুক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটির ১৩ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটি গঠন করা হয়।
Commentbox