রিপোর্ট: আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া ইউনিয়নে সামাজিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন সোহাগ এন্ড ফারহান চিলাউড়া স্পোর্টস ক্লাবের উদ্যোগে এবং ক্লাবের প্রতিষ্ঠিতা জনাব আব্দুল আউয়াল, উপদেষ্টা সিহাব আহমেদ বাবুল,
উপদেষ্টা. নসির আহমদ, আজীবন দাতা সদস্য. সাইফুর রহমান নাঈম, আজীবন দাতা সদস্য. মোঃ সাইফুর রহমান, আজীবন দাতা সদস্য. মোরসালিন আহমদের সহযোগীতায়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রথমবারের মতো "প্রজেক্ট পরিবেশ বন্ধু" শিরোনাম শুরু করেছে বৃক্ষ রোপণ কর্মসূচি।
এ উপলক্ষে আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে চিলাউড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৫নং চিলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম বকুল সাহেব এর সভাপতিত্বে ও সোহাগ এন্ড ফারহান স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম তাজ ও ক্লাবের পরিচালনা কমিটির সদস্য তুহিন রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং চিলাউড়া-হলদীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া সাহেব, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হক, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমেদ পীর, সাবেক মেম্বার ছাব্বির আহমেদ, মোঃ রইছ মিয়া সহ আরো অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের পরিচালনা কমিটির সদস্য তুহিন রহমান।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান,জনাব নুর মিয়া মেম্বার, হানিফ উল্লাহ, দিলোয়ার হোসেন দিলু, তাজুত মিয়া, সেলিম মিয়া, ওলি মিয়া, দবির মিয়া,শুয়েবুর রহমান, জম্মাত মিয়া, কাজল মিয়া, ফারুক মিয়া, আব্দুল হাসিম সহ আরো অনেকে।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইমরান হোসেন জিলানী।
পরে ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ শতাধিক বৃক্ষ রোপণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।
বক্তারা- বলেন বৃক্ষ মানুষের পরম বন্ধু। অথচ মানুষের অপরিণামদর্শিতার কারণেসুজলা-সুফলা এ পৃথিবী প্রতিদিন বৃক্ষশূন্য হয়ে পড়ছে। সচেতনতার অভাবে নির্বিচারে চলছে বৃক্ষনিধন। ফলে জীবনধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রবলভাবে। জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
তাই বৃক্ষরোপণের জন্য গণসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় এনে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ এখন সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।
Commentbox