বাংলাদেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় চায়: ড. সামছুল হক চৌধুরী
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ চায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক। কারণ উনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে গেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজেশন হয়েছে। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি টানেলসহ অসংখ্য মেগা উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আমাদের সুনামগঞ্জের রুপ পাল্টে দিয়েছেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ হয়েছে। রেল লাইন, কৃষি ইন্সটিটিউট হচ্ছে।
বুধবার দুপুর ১২টায় দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণা ও উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সামছুল আরও বলেন, ৩৭বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি। পরিকল্পনামন্ত্রীর সহযোগিতা নিয়ে দিরাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। আর্থসামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দিরাই শাল্লার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছি। বিভিন্ন দূর্যোগে এলাকার অসহায় মানুষের পাশে ছিলাম। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এরআগে তিনবার মনোনয়ন চাইলেও প্রধানমন্ত্রীর অনুরোধে সরে দাঁড়িয়েছি। এবার তিনি আমার ওপর আস্থা রাখলে আমি দিরাই-শাল্লার মানুষের কল্যাণে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করব। সমাবেশের পূর্বে ড. সামছুল হক চৌধুরীর নেতৃত্বে দিরাই পৌর শহরে ব্যানার ফেস্টুন নিয়ে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামীলীগ নেতা ময়না মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মকবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. সামছুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা প্রভাষক আনছার আহমদ, গুলজার আহমদ, আজিজুল হক, আইজুর রহমান, আসকর আলী, আনছার আহমেদ, বাউল বশির উদ্দিন সরকার, ছাত্রলীগ নেতা মো. শহীদ তালুকদার, মেহেদী হাসান চৌধুরী, মহিলা লীগ নেত্রী ইউপি সদস্য হাফছা বেগম প্রমুখ।