জগন্নাথপুরে হাজ্বী আনোয়ার মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সংবাদদাতা :
সুনামগঞ্জেরন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী হাজ্বী আনোয়ার মিয়া ফাউন্ডেশন কর্তৃক ইউনিয়নের বাউধরন গ্রামের শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল,তৈল,লবন, আলু,পেঁয়াজ।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আমিন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমরু মিয়া,দোয়া পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন,এসময় আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা’র নেক হায়াত কামনা করেন ও সকল মুর্দেগানের রুহের মাগফেরাত কামনা করেন।হাজ্বী আনোয়ার ফাউন্ডেশনের শুভাকাঙ্খী জামাল হোসেন বলেন আমরা বিগত ৯ বছর যাবত জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী দিয়ে আসছি ভবিষ্যতে ও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং আপনাদের ছেলে মেয়ে যদি টাকার অভাবে লেখা পড়া করতে অক্ষম হয় এবং বৃদ্ধ মহিলা ও মুরুব্বিদের যদি চোখের কোন সমস্যা হয় তাহলে আপনারা আমাদের চিলাউড়া আনোয়ার ফাউন্ডেশনের অফিসে আসবেন ইনশাআল্লাহ আমাদের আনোয়ার মিয়া সাহেব আপনাদের খালিহাতে পিরাবেন না, তিনি আরো বলেন হত দরিদ্র যে কোন মানুষ অফিসে এসে আপনি আপনার বিষয়ে আলোচনা করতে পারেন। উক্ত অনুষ্ঠানে আনোয়ার ফাউন্ডেশনের শুভাকাঙ্খী মোঃ রেদওয়ান আহমেদ (বাবুল) বলেন, আমরা আমাদের গ্রাম তথা উপজেলা থেকে সামান্য পরিমাণ অসহায়ত্ব দুর করার লক্ষে সঠিকভাবে গরীব দুখিদের ঘরে ঘরে আনোয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ও সমাজকে সাফল্যের দিকে এগিয়ে নিতে তাদেরকে নিয়ে আলোচনা করতে পারি,এই ধরনের সুযোগ সুবিধার জন্য হাজ্বী আনোয়ার মিয়া সাহেব খুলে দিয়েছেন ওর্য়াসাপ গ্রুপ এতে বর্তমানে ২১৫ জন সদস্য রয়েছেন। এবং সদস্যদের জন্যেও রেখেছেন আকর্শনীয় সুযোগ সুবিধা। এতে আরোও বক্তব্য রাখেন বাউধরন গ্রামের বর্তমান মেম্বার মোঃ সালাউদ্দিন। খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার ফাউন্ডেশনের অন্যতম সদস্য সামিম আহমেদ, হুমায়ুন আহমেদ,বাউধরন গ্রামের সালিশী ব্যক্তিত্ব এয়র মিয়া ও জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার ফাউন্ডেশনের চিলাউড়া শাখার ম্যানাজার মোঃ মমিন আহমেদ। এলাকার পক্ষ থেকে আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার মিয়াকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান অতিথিরা।