স্টাফ রিপোর্টারঃ
আমব্রেলা'র তৃতীয় "পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩" এ বাংলাদেশের ২৫০ টি সংগঠনের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ফেয়ার ফেইস জগন্নাথপুর।
প্রতিযোগিতার মাধ্যমে গাছ লাগিয়ে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক দেশসেরা বা চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর।
দ্বিতীয় হয়েছে সাতক্ষীরার জনকল্যাণ সংস্থা এবং তৃতীয় পুরষ্কার লাভ করেছে রাজশাহী সদরের স্বপ্ন-চূড়া স্বেচ্ছাসেবী সংগঠন।
এছাড়াও বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে খুলনা বিভাগ থেকে উদারতা ইয়ুথ ফাউন্ডেশন , ঢাকা বিভাগ থেকে এ্যাকশন ক্লাইমেট ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগ দুর্বীন ফাউন্ডেশন, রংপুর বিভাগ থেকে অরন্য, সিলেট বিভাগ থেকে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা, রাজশাহী বিভাগ থেকে ইকো ভলান্টিয়ারস কে "পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২৩" প্রদান করা হয়৷
বাংলা বর্ষা মৌসুম গাছ লাগানোর উৎকৃষ্ট সময়৷ আর এই বর্ষা ঋতুকে উপলক্ষ করে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন পরিবেশের খাদ্য হিসেবে পরিবেশকে গাছ উপহার দিতে তৃতীয় বারের মতো 'পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩' প্রজেক্ট শুরু করেছিল৷
আমব্রেলার ইয়ুথ ফাউন্ডেশন এর ভাষ্যমতে, বিশ্বব্যাপী প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টির অন্যতম কারণ বিশ্ব জলবায়ু পরিবর্তন৷ যা একেবারেই নির্মূল করা সম্ভব না হলেও পরিবেশের যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এর ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকা সম্ভব৷
পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো দেশব্যাপী গাছ লাগানোর প্রতিযোগিতার আয়োজন করেছে৷
২০২০ সালে ১ম এবং ২০২২ সালে ২য় পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড এর মাধ্যমে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী সংগঠন দেশব্যাপী প্রায় ২০ লক্ষ গাছ পরিবেশকে উপহার দিয়েছিল৷ প্রতিযোগিতার মাধ্যমে ২০২৩ সালে পরিবেশকে গাছ উপহার দিতে বাংলাদেশের প্রায় ২৫০ টি সংগঠন রেজিষ্ট্রেশন করেছিল যাদের মধ্যে প্রথম ও চ্যাম্পিয়ন হয় ফেয়ার ফেইস জগন্নাথপুর।
এমনকি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিকভাবে নমিনেশন প্রাপ্ত সকল সংগঠনকে 'ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট' হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ অ্যাওয়ার্ড এর পাশাপাশি সকল সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়৷
পরিবেশপ্রেমী এওয়ার্ড ২০২৩ এ দুটি বিশেষ সম্মাননা প্রধান করা হয়৷ সংগঠন হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গ্রীণ এক্সপ্্লোর সোসাইটি এবং ব্যক্তিগত ক্যাটাগরিতে ক্লাইমেট একটিভিস্ট শাহ সিকান্দার শাকিরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷
গাছ লাগানোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সকল সংগঠনকে 'ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট' হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়৷
৮ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সিলেটের একটি বেসরকারি সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়েছে 'পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড-২০২৩' এর পুরস্কার বিতরণী৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন এর উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জনাবা হাসিনা বেগম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট এনজিও ব্যুরো রিজিওনাল ম্যানেজার মসিউর রহমান, আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন ইউকে এর উপদেষ্টা জনাব মোঃ সুযেজ মিয়া, আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ইকবাল হোসাইন, কানাডা মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ড এর পিএইচডি গবেষক চাঁদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমব্রেলার উপদেষ্টা এবং ডেনিশ রিফিউজি কাউন্সিল -কক্সবাজার, বাংলাদেশ এর টিম লিডার আতিক রহমান৷
Commentbox