স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ সিরাজুল ইসলাম জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদীপুর ইউনিয়নের চিলাউড়া বড়বাড়ী গ্রামের বাসিন্দা মো: কাজল মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সত্যতা যাচাইয়ের জন্য জগন্নাথপুর থানাধীন চিলাউড়া বাজারস্থ সিরাজুল ইসলামের ভূষিমালের
দোকানে গত ০৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ০৩.০০ ঘটিকার সময় সিআইডি পুলিশের একটি টিম উক্ত ঘটনার অনুসন্ধানে আসে। এসময় বিবাদী পক্ষের কয়েকজন হামলাকারী আকষ্মিক সিরাজুল ইসলামের দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল তছনছ করে মোবাইল ফোন ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে বিবাদীদের কবল থেকে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ঐদিন রাতে সিরাজুল ইসলাম তার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে একই এলাকার ৫ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জগন্নাথপুর থানা ওসি মিজানুর রহমান বলেন ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Commentbox