শিরোনাম :

জগন্নাথপুরের দাওরাই থেকে ৬ টি গরু চুরি



সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের দাওরাই পশ্চিমপাড়া গ্রামের জনাব- মৃত শাহ আছকির মিয়ার এর বাড়ি থেকে ৬টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। 

জানা যায় গতকাল রাতে মৃত শাহ আছকির মিয়ার গরু ঘর থেকে কেবা কাহারা গরু ঘরের তালা ভেঙ্গে ৬ টি গরু চুরি করে নিয়ে যায়। উল্লেখিত গরুর মধ্যে ৩টি গাভী এবং ৩টি (ডেকি) গাভী ছিল। গাভী  ৩টির রং ছিলো কালো, লাল এবং বাদামি রঙ্গের এবং ডেকি গাভী তিনটির রং ছিল লাল।

এঘটনায় গরু চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

কোন মহৎ ব্যক্তি যদি গরুগুলোর সন্ধান পান তাহলে নিম্নে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এবং সন্ধান দাতাকে অবশ্যই পুরুষ্কৃত করা হবে।

যোগাযোগ: 01712175192/ 0130528 3273

পোস্টটি শেয়ার করে গরুগুলো খোজে পেতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন।।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents