রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

চিলাউড়া হলদিপুর ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে দোয়া মাহফিল।

রেদওয়ান আহমেদ, চিলাউড়া হলদিপুর প্রতিনিধি :

বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া’র ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উদযাপন উপলক্ষে শুক্রবার ৬ অক্টোবর বাদ আছর থেকে মধ্য রাত পযর্ন্ত চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া (আবেদিত) আলিম মাদ্রাসার হিফজ শাখায় দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আল- ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ।

এসময় প্রধান অতিথি হিসাবে নছিহত পেশ করেন হযরত মাওলানা রেদওয়ান আহমেদ চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আজমল হোসেন জামী (সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা আল- ইসলাহ)মাওলানা মহিউদ্দিন এমরান (সভাপতি জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহ) মাওলানা আবু আয়ু্ব আনসারী (সভাপতি জগন্নাথপুর পৌর আল ইসলাহ) মাওলানা হাবিবুর রহমান (সাবেক প্রশিক্ষণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা তালামীয) মাওলানা আব্দুল মান্নান জিহাদী (সাধারণ সম্পাদক চিলাউড়া ই/পি আল- ইসলাহ) মাওলানা আব্দুল কুদ্দুস মুন্না (সভাপতি জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয) হযরত মাওলানা মশাহিদ আলী জিহাদী (ইমাম ও খতিব চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ ) উক্ত বরকত ময় মাহফিলে দোজাহানের বাদশা নবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবন বৃত্তান্ত আলোচনা ও মিলাদ ক্বিয়াম করা হয়। এবং সর্ব শেষ নবীর আগমনের দিনে সাহাবা কেরামগন রোজা রেখে এই পবিত্র দিনকে স্বরনে রেখেছেন এবং রাব্বে কারীমের নিকট ক্ষমা চেয়েছেন। তাই আমরা নবীর উম্মত হিসাবে এই দিনে নবীর শান মান নিয়ে আলোচনা করি এবং নবীর সম্মানে দারিয়ে ক্বিয়াম পড়ি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ রায়হান আহমদ (সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখা তালামীয) এবং মাহবুবুর রহমান ও মাহসুদুল হাসান এর পরিচালনায় দোয়া মাহফিল ও মিলাদুন্নবী (সঃ) আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়